আমরা সবাই জানি, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সর্বত্রই এর নেতিবাচক প্রভাব পরেছে। যার ফলশ্রুতিতে পারস্পারিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ অথবা সেখানে কর্মরত ব্যাক্তিগনকে নিজ নিজ বাসায় থেকে অনলাইন ভিক্তিক কাজ সম্পাদন করতে বলা হয়েছে। বাসা বা দূরে থেকে টিমকে পরিচালনা করা এবং কার্যকরীভাবে শিফট, প্রজেক্টস ইত্যাদি দক্ষভাবে পরিচালনা করা কোনও সহজ কাজ নয়।
এই প্রেক্ষাপটে জিয়নবিডি আন্তরিকতার সাথে জানাচ্ছে যে, বাংলাদেশে মাইক্রোসফট এর পার্টনার হিসেবে জিয়নবিডি ৬ মাসের জন্য তার গ্রাহকগণকে দুরত্ত বজায় রেখে প্রতিষ্ঠানের টিম ম্যানেজমেন্ট/ ওয়ার্ক ফোর্স/ক্লাস ইত্যাদি সাবলীল ভাবে পরিচালনা করার জন্য বিনামূল্যে মাইক্রোসফট টিমস (Microsoft Teams) এর (ট্রায়েল লাইসেন্স) সকল প্রকার সুবিধা প্রদান করছে।
আপনি যদি পূর্বে মাইক্রোসফট টিমস সম্পর্কে অবগত না হন, এবং এটি কাজে লাগিয়ে কিভাবে আপনার প্রতিষ্ঠানের কর্মীবৃন্দকে সঠিক সামাজিক দুরত্ত বজায় রেখেও পরিচালিত করতে পারেন, সে সম্পর্কে জানতে নিম্নে প্রদত্ত ভিডিও টি দেখতে পারেন।
এই সুবিধা/অফারটি নতুন গ্রাহকদের জন্য উন্মুক্ত, তবে বিদ্যমান গ্রাহকরা চাইলে পূর্ববর্তী সদস্যদের সাথে নতুন সদস্য এড করতে পারবে (office 365 Business or ProPlus এর ক্ষেত্রে)। বিদ্যমান মুল্য পরিশোধ সাপেক্ষে গ্রিহিত লাইসেন্স বাতিল/ফেরত/ট্রাইয়াল লাইসেন্স এর সাথে পরিবর্তনযোগ্য নয়।
অতঃপর, ৬ মাসের মাইক্রসফট টিমস ট্রাইয়াল সাবস্ক্রিপ্সন এর মেয়াদকাল শেষ হলে গ্রাহকগন চাইলে মুল্য পরিশোধ সাপেক্ষে মাইক্রসফট টিমস সেবাটি উপভোগ করতে পারবেন। উল্লেখিত যেকোনো সেবা গ্রহন করলেই টিমস ব্যবহার করতে পারবেনঃ Office 365 Business Essentials/ Office 365 Business Premium /Office 365 E1.
যেকোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসার অথবা মাইক্রোসফট টিমস ব্যবহার শুরু করতে চাইলে আমাদের সাথে এখুনি যোগাযোগ করুন ইমেইল sales@xeonbd.com অথবা কল করুন +৮৮০৯৬৩৮৭৫০৭৫০ নাম্বারে।